
একে একে বানিয়ে তুলব সব,
তুমি দেখে নিয়ো।
বাড়িঘর, খেতখামার, উঠোনে লাউয়ের মাচা,
জানলার পাশে লতানে জুঁইয়ের ঝাড়
একে একে সমস্ত বানাবো,
তুমি দেখে নিয়ো
দক্ষিণে পুকুর থাকলে ভাল হয়,
তুমি বলেছিলে।
অবশ্য থাকবে।
পুকুরে হাঁসের স্নান দেখতে চাও,
সে আর এমন কী বেশী কথা,
সাদা ও বাদামী হাঁস ছেড়ে দেব।
যা চাও সমস্ত হবে,
একই সঙ্গে হয়ত হবে না, কিন্তু
একে-একে হবে।
ভালবাসা থাকলে সব হয়।
দেখো, সব হবে।
যা-কিছু বানানো যায়,
আমি সব দুই হাতে দিনে-দিনে বানিয়ে তুলব,
তুমি দেখে নিয়ো।
কবিতাঃ তুমি দেখে নিয়ো ~ নীরেন্দ্রনাথ চক্রবর্তী